Wellcome to National Portal
বীজ প্রত্যয়ন এজেন্সী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মে ২০২৪

যোগাযোগ

বীজ প্রত্যয়ন এজেন্সী বীজের মান নিয়ন্ত্রয়ণ ও বীজের উচচমান নিশ্চিত করণের জন্য দেশের একমাত্র বিধি প্রয়োগকারী সরকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচেছ। এ প্রতিষ্ঠানটি ফসলের উৎপাদন, কৃষকের উৎপাদনশীলতা, মাথাপিছু আয় ও রপ্তানী বৃদ্ধি এবং দেশে একটি শক্তিশালী বীজ-শিল্প গড়ে তোলার লক্ষ্যে ফসলের উন্নত জাতের মানসম্পন্ন বীজ কৃষকের নিকট সহজে ও দক্ষতার সাথে পেীছে দেয়া, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা এবং খাদ্য নিরাপত্তা অর্জনে অব্যহত ভূমিকা পালনে অঙ্গিকারাবদ্ধ। বীজ প্রত্যয়ন এজেন্সী সর্বদা তাদের সক্ষমতা উন্নয়নে বিশ্বাসি। বীজ সংক্রান্ত যে কোন বিষয়ে আপনি আপনার সুচিন্তিত মতামত, মন্তব্য এবং পরামর্শ সমূহ নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে, ই-মেইল অথবা সরাসরী ফোনে জানাতে পারেন।

 

যোগাযোগ:

অফিসের নাম ও ঠিকানা

বীজ প্রত্যয়ন এজেন্সী

জয়দেবপুর, গাজীপুর- ১৭০১

পদবী

পরিচালক

ফোন নম্বর

অফিস

বাসা

+৮৮০২৪৯২৭২২০১ (সরাসরি)

+৮৮০২৪৯২৭২২০০ (পিএ)

+৮৮০২৪৯২৭২২১৩

ই-মেইল

dir.sca.gov.bd@gmail.com

director@sca.gov.bd

ওয়েবসাইট

www.sca.gov.bd