আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস ও বীজ পরীক্ষাগার
কৃষি মন্ত্রণালয়, সম্প্রসারণ-১ শাখার পত্র নং-১২.০৫২.০২৮.০০.০০.০০১.২০১০(অংশ-২)-১০৪৮, তারিখ ০৩ জুন, ২০১৪ খ্রি: মোতাবেক অনুমোদিত নতুন সাংগঠনিক কাঠামো (REVISIT) অনুযায়ী বীজ প্রত্যয়ন এজেন্সীর ০৭টি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস ও বীজ পরীক্ষাগারের নাম এবং আওতাধীন জেলা সমূহ হলো :
ক্রমিক নং |
আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস ও বীজ পরীক্ষাগারের নাম |
আওতাধীন জেলা সমূহ |
১ |
আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস ও বীজ পরীক্ষাগার, বীজ প্রত্যয়ন এজেন্সী, ঢাকা অঞ্চল, ঢাকা। |
ঢাকা বিভাগের আওতাধীন সকল জেলা সমূহ |
২ |
আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস ও বীজ পরীক্ষাগার, বীজ প্রত্যয়ন এজেন্সী, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম। |
চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জেলা সমূহ |
৩ |
আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস ও বীজ পরীক্ষাগার, বীজ প্রত্যয়ন এজেন্সী, রাজশাহী অঞ্চল, রাজশাহী। |
রাজশাহী বিভাগের আওতাধীন সকল জেলা সমূহ |
৪ |
আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস ও বীজ পরীক্ষাগার, বীজ প্রত্যয়ন এজেন্সী, খুলনা অঞ্চল, খুলনা। |
খুলনা বিভাগের আওতাধীন সকল জেলা সমূহ |
৫ |
আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস ও বীজ পরীক্ষাগার, বীজ প্রত্যয়ন এজেন্সী, রংপুর অঞ্চল, রংপুর। |
রংপুর বিভাগের আওতাধীন সকল জেলা সমূহ |
৬ |
আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস ও বীজ পরীক্ষাগার, বীজ প্রত্যয়ন এজেন্সী, সিলেট অঞ্চল, সিলেট। |
সিলেট বিভাগের আওতাধীন সকল জেলা সমূহ |
৭ |
আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস ও বীজ পরীক্ষাগার, বীজ প্রত্যয়ন এজেন্সী, বরিশাল অঞ্চল, বরিশাল। |
বরিশাল বিভাগের আওতাধীন সকল জেলা সমূহ |
বর্তমানে রংপুর, বরিশাল, চট্রগ্রাম ও খুলনা বিভাগে নতুন আঞ্চলিক বীজ পরীক্ষাগার জাতীয় বীজ বোর্ডের অনুমোদন লাভ করেছে । রাজশাহী বিভাগের কার্যক্রম প্রাক্তন আঞ্চলিক বীজ পরীক্ষাগার, ঈশ্বরদী, পাবনা এবং ঢাকা ও সিলেট বিভাগের কার্যক্রম কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার (প্রাক্তন জাতীয় বীজ পরীক্ষাগার), গাজীপুরে সম্পন্ন করা হচেছ ।
কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারের মতই আঞ্চলিক বীজ পরীক্ষাগারে পাঁচটি শাখার মাধ্যমে বীজ পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয় । এ সব শাখার দায়িত্বপ্রাপ্ত বীজবিশ্লেষক (Seed Analyst) এবং সীড প্যাথোলোজিষ্টগণ (Seed Pathologist) বীজ পরীক্ষার কাজ সম্পাদন করেন । আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, আঞ্চলিক বীজ পরীক্ষাগারের সার্বিক তদারকীর দায়িত্ব পালন করেন । সংক্ষেপে আঞ্চলিক বীজ পরীক্ষাগারের কার্যক্রম নিম্নে প্রদান করা হলো :
১) রেজিস্ট্রেশান/কারিগরী প্রশাসণ শাখা (Registration/Technical Adminitration Wing):
বীজ প্রত্যয়ন এজেন্সীর জেলা পর্যায়ের কর্মকর্তা কতৃক সংগৃহীত বীজের নমুনা আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, বরাবরে প্রেরণ করা হয় । প্রেরীত নমুনা প্রাপ্তির পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নিম্নলিখিত কার্যক্রম ধারাবাহিকভাবে সম্পাদন করে থাকেন ।
A নমুনা থেকে Working Sample তৈরির পর অবশিষ্ট নমুনা বীজ কন্ডিশন কক্ষে প্লাষ্টিকের পাত্রে নির্ধারিত ল্যাবরেটরী নম্বর দিয়ে সংরক্ষণ করা হয়্ । কোন বীজ নমুনা পরীক্ষার ফলাফলে কোন ক্লায়েন্ট অসন্তোষ প্রকাশ করলে, তার আবেদনের পরিপেক্ষিতে নির্ধারিত ফির বিনিময়ে পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয় ।
২ ) বীজের বিশুদ্ধতা পরীক্ষা শাখা (Seed Purity Test):
নিম্নলিখিত বিষয়গুলি নির্ণয় করবার জন্য বীজের বিশুদ্ধতা পরীক্ষা করা হয় তা হলো:
দাখিলকৃত নমুনা (Submitted Sample) থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী কার্যসম্পাদন নমুনা (Working Sample) প্রস্তুত করা হয়। বীজের বিশুদ্ধতা পরীক্ষার জন্য কার্যসম্পাদন নমুনার ওজন প্রায় ২৫০০টি বীজের সমান বা অধিক হতে হবে ।
কার্যসম্পাদন নমুনা (Working Sample) কে বিশুদ্ধতা টেবিলে (Puriry Table/ Board)নিয়ে বিশ্লেষণপূর্বক তিনটি অংশে পৃথক/ভাগ করা হয়
ক) বিশুদ্ধ বীজ
খ) অন্য বীজ
গ) জড় পদার্থ
উক্ত তিনটি উপাদান ওজন নিয়ে বিশুদ্ধতা কার্ডে লিপিবদ্ধ করা হয় ।
৩) বীজের অংকুরোদগম পরীক্ষা শাখা (Seed Germination Test) :
অনুকূল পরিবেশে বীজের ভ্রণ (Embroy) থেকে চারার প্রয়োজনীয় অঙ্গ-প্রত্যঙ্গ বের হয়, যা দেখে বুঝা যায় বা নির্দেশ করে ভবিষ্যতে মাঠে সন্তোষজনক গাছ উৎপাদন করতে সক্ষম বা অক্ষম । বিশুদ্ধতা বিশ্লেষণের পর প্রাপ্ত বিশুদ্ধ বীজ অংকুরোদগম শাখায় প্রেরণ করা হয় । এই বিশুদ্ধ বীজ হতে ০৪টি Replication এর জন্য পক্ষপাতহীনভাবে (Randomly) ১০০ টি করে ৪০০টি বীজ গনণা করে ০৪টি পাত্রে নিয়ে অংকুরোদগম পরীক্ষা করা হয় ।
অংকুরোদগম পরীক্ষার মূল্যয়নের ক্ষেত্রে নিম্নের ০৫টি উপাদানের (Component) উপর গণনা করতে হয় ।
4) বীজের আদ্রতা পরীক্ষা শাখা (Seed Moisture Test):
বীজের আদ্রতার উপর নির্ভর করে বীজের গুণাগুন । বীজের প্রকারভেদে বীজ নিরাপদ আদ্রতায় সংরক্ষণ করা হলে বীজের অংকুরোদগম ক্ষমতা অক্ষুন্ন থাকে এবং জীবনকাল দীর্ঘায়ু হয় ।
International Seed Testing Association (ISTA) এর নিয়ম অনুযায়ী কন্সট্যান্ট এয়ার ওভেন ড্রাই মেথড, কুইক মেথডের চাইতে বেশী গ্রহণযোগ্য ।
৫) বীজের সীড প্যাথোলজী পরীক্ষা শাখা (Seed Pathological Test) :
আঞ্চলিক বীজ পরীক্ষাগারে সীড প্যাথোলজিষ্ট এর পদ সৃষ্টি হয়েছে , অচিরেই এই শাখার কার্যক্রম
শুরু হবে ।