জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২৩ এর আওতায় বীজ প্রত্যয়ন এজেন্সীতে শুদ্ধাচার পুরস্কার বিতরণ করা হয়। শুদ্ধাচার পুরস্কার বিতরণ কমিটি কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে পুরস্কারের জন্য সদর দপ্তর হতে ০৩ (তিন) জন এবং অধীনস্থ আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস হতে ০১ (এক) জনকে নির্বাচন করা হয়। সদর দপ্তর হতে জনাব মোহাম্মদ এনায়েত-ই-রাব্বি, উপপরিচালক (মান নিয়ন্ত্রণ) ২-৯ গ্রেডের আওতায়, জনাব মো: নজরুল ইসলাম, কেয়ারটেকার ১০-১৬ গ্রেডের আওতায় এবং জনাব মো: হামিদুর রহমান, অফিস সহায়ক ১৭-২০ গ্রেডের আওতায় শুদ্ধাচার পুরস্কার পায়। অধীনস্থ দপ্তরের জন্য জনাব মো: নুরুল ইসলাম, প্রাক্তন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসারকে নির্বাচন করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমান অর্থের চেক প্রদান করা হয়।