বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় “নোটিফাইড ফসলের মাঠ পরিদর্শন এবং মাঠ প্রত্যয়ন” শীর্ষক প্রশিক্ষণ ২৩-১০-২০২২ খ্রি. তারিখ হতে সংস্থার প্রশিক্ষণ হলে আরম্ভ হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জনাব মো: আমিনুল ইসলাম, সম্মানিত পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ০৫ (পাঁচ) দিন ব্যাপী এ প্রশিক্ষণে বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর, আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।