"বীজ প্রত্যয়ন সেবা ও মার্কেট মনিটরিং কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে মানসম্পন্ন বীজের নিশ্চয়তা" বিষয়ক সেমিনার অদ্য ২১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে জনাব মোসাম্মৎ জোহরা খাতুন, যুগ্মসচিব ও মহাপরিচালক, বীজ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব মো: জয়নাল আবেদীন, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী সভাপতি হিসেবে এবং মুক্ত আলোচনার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেমিনারে জনাব মোহাম্মদ শামছুর রহমান খান, উপপরিচালক (জাত পরীক্ষা), এসসিএ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সরকারি ও বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, ডিএই, নাটা এর প্রতিনিধিবৃন্দ, বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর, আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সেমিনারে উপস্থিত থেকে বীজের প্রত্যয়ন সেবা ও মার্কেট মনিটরিং কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।