অদ্য ১৮ অক্টোবর ২০১৬ খ্রি: তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রশিক্ষণ হলে পরিচালক কৃষিবিদ জনাব আলহাজ্জ এস. এম. সিরাজুল ইসলামের সভাপতিত্বে “বীজমান নিয়ন্ত্রণে বীজ প্রত্যয়ন এজেন্সীর ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জনাব মো: ফজলে ওয়াহেদ খোন্দকার, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বীজ উইং, কৃষি মন্ত্রণালয় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব ড. মুহাম্মদ মাতহুরুল হক, মহাপরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী এবং কৃষিবিদ জনাব চৈতন্য কুমার দাস, পরিচালক (সরেজমিন উইং), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেমিনারের কারিগরি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ ড. আব্দুল আউয়াল মিয়া, উপপরিচালক (প্রশাসন), বীজ প্রত্যয়ন এজেন্সী। প্রবন্ধের উপর আলোচনা করেন কৃষিবিদ ড. মোহাম্মদ জালাল উদ্দীন, পরিচালক (গবেষণা), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষিবিদ ড. আব্দুর রশিদ, মহাব্যবস্থাপক, লালতীর সিড লিমিটেড। অত:পর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত কৃষি বিজ্ঞানীগণ এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সমাপান্তে কৃষিবিদ জনাব মোহা: সালাহ্উদ্দীন, অতিরিক্ত উপ-পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং) উল্লেখযোগ্য সুপারিশমালা উপস্থাপন করেন। কারিগরি সেশনের সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব মো: খায়রুল বাশার, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ)। কৃষিবিদ জনাব মো: মেহের আলী, অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং), বীজ প্রত্যয়ন এজেন্সী ধন্যবাদ জ্ঞাপন করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।