Wellcome to National Portal
বীজ প্রত্যয়ন এজেন্সী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd সেপ্টেম্বর ২০২৩

বীজ প্রত্যয়ন এজেন্সীতে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে বাঙালী জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত


প্রকাশন তারিখ : 2023-08-15

বীজ প্রত্যয়ন এজেন্সীতে যথাযোগ্য মর্যাদায় আজ ১৫ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে বাঙালী জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যেরা বাঙালী জাতির ইতিহাসের নিকৃষ্টতম ও বর্বরোচিত এই হত্যাকান্ড সংঘটিত করে। সেদিন ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু পরিবারের ১৮ জনসহ মোট ২৬জন শহীদ বরণ করেন। দিবসের সূচনালগ্নে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বঙ্গবন্ধু পরিবারের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরবর্তীতে ১৫ আগস্ট ২০২৩ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।