আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বীজ প্রত্যয়ন এজেন্সীতে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম বিজয় দিবস পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকার উত্তোলনের মাধ্যমে দিবসটির উদযাপন শুরু হয়। জুম প্লাটফর্মে 'জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বত্তোম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন' শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা অনুষ্ঠানে কৃষিবিদ জনাব আবদুর রাজ্জাক, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষিবিদ জনাব মোঃ আজাহার আলী, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।