“সরকারি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা” শীর্ষক ১ দিনের কর্মকর্তা প্রশিক্ষণ অদ্য ১৯ অক্টোবর ২০১৬ খ্রি: তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের দপ্তরে সরকারি সেবাসমূহ উপকারভোগীদের জানানোর জন্য সিটিজেন চার্টার; সেবা সহজীকরণের জন্য নাগরিক সেবায় উদ্ভাবন; তথ্য অধিকার আইন, ২০০৯; সরকারি কাজে স্বচ্ছতা আনয়নের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কৃষিবিদ জনাব মো: খায়রুল বাশার, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ); কৃষিবিদ জনাব মো: মেহের আলী, অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং); কৃষিবিদ ড. আব্দুল আউয়াল মিয়া, উপপরিচালক (প্রশাসন) এবং কৃষিবিদ জনাব ড. মো: আব্দুল জব্বার, মূখ্য বীজ প্রযুক্তিবিদ, বীজ প্রত্যয়ন এজেন্সী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। কৃষিবিদ জনাব আলহাজ্জ এস. এম. সিরাজুল ইসলাম, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।