বীজ প্রত্যয়ন এজেন্সী কর্তৃক বাস্তবায়নাধীন "বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্প" এর ২০২০- ২১ অর্থবছরের রিভিউ সেমিনার আজ ১৯/১২/২০২০ খ্রি. তারিখ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনাব মোঃ মেসবাহুল ইসলাম, সম্মানিত সচিব, কৃষি মন্ত্রণালয় মহোদয় প্রধান অতিথি হিসেবে; কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির সংস্থা প্রধানগণ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য দপ্তর সংস্থার প্রতিনিধিবৃন্দ; বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ; বীজ ডিলার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সরাসরি ও জুম প্লাটফর্মে উপস্থিত ছিলেন। কৃষিবিদ আবদুর রাজ্জাক, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী মহোদয় সেমিনারে সভাপতিত্ব করেন। প্রকল্পের কার্যক্রমের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ ড. শুকদেব কুমার দাস, প্রকল্প পরিচালক, বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্প এবং বীজ মান নিয়ন্ত্রণে বীজ প্রত্যয়ন এজেন্সীর ভূমিকা, সমস্যা ও সম্ভাবনা এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ ড. মো: জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক (সীড রেগুলেশন ও মান নিয়ন্ত্রণ) (ভারপ্রাপ্ত), বীজ প্রত্যয়ন এজেন্সী, গাজীপুর।