বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রশিক্ষণ হলে “F1 হাইব্রিড ধান প্রত্যয়ন পদ্ধতি” শীর্ষক সেমিনার ১৮ ডিসেম্বর, ২০১৬ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে জনাব ড. এম এ খালেক মিয়া, প্রফেসর, কৌলিকত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সালনা, গাজীপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষিবিদ জনাব মো: খায়রুল বাশার, অতিরিক্ত পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী সেমিনারে সভাপতিত্ব করেন। জনাব ড.জাকির হোসেন, উপ-পরিচালক (সীড রেগুলেশান) সেমিনারে কী নোট পেপার উপস্থাপন করেন। বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর, আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন বীজ উৎপাদনকারী সংস্থার কর্মকর্তাগণ এ সেমিনারে অংশগ্রহণ করেন।