১৬ ডিসেম্বর ২০২৩, স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩তে পদার্পণের দিন আজ। বীজ প্রত্যয়ন এজেন্সীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করা হয়। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ, বিজয় র্যালী, আলোচনা সভা, সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে খেলাধুলা, পুরস্কার বিতরণী ও স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় জনাব আহমেদ শাফী, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।