আজ ১০ ডিসেম্বর ২০১৯ খ্রি. তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুরের প্রশিক্ষণ হলে "বীজ প্রত্যয়ন সেবা সহজীকর” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজস্ব খাতের আওতায় বীজ প্রত্যয়ন সেবা দ্রুততার সহিত সম্পাদন করার জন্য সহজীকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলের কৃষিবিদ কিংকর চন্দ্র দাস, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুর। কীনোট পেপার উপস্থাপন করেন কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম খান, প্রধান বীজ প্রযুক্তিবিদ, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার, এসসিএ, গাজীপুর। কৃষিবিদ জনাব এস.এম. ফজলুল করিম ছানী, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, আরএসসিও, ঢাকা এবং কৃষিবিদ ডঃ মোঃ আলী আকবর, আরএসসিও, চট্টগ্রাম, এসসিএ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।