কৃষি মন্ত্রণালয় কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২১ এর চূড়ান্ত মূল্যায়নে বীজ প্রত্যয়ন এজেন্সীর ৩য় স্থান অর্জন পরবর্তী আলোচনা সভা বীজ প্রত্যয়ন এজেন্সীর হলরুমে অনুষ্ঠিত হয়। বীজ প্রত্যয়ন এজেন্সীর সুযোগ্য পরিচালক জনাব আবদুর রাজ্জাক মহোদয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ অর্জনের সাথে জড়িত সকল কর্মকর্তা এবং কর্মচারিকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে, বিগত ২৭ জুন ২০২১ খ্রি. তারিখে মাননীয় কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক মহোদয়ের উপস্থিতিতে সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলামের সহিত কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/ সংস্থার প্রধানগণ স্ব-স্ব সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২২ স্বাক্ষর করেন। লক্ষ্যমাত্রা অনুযায়ী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২২ যথাসময়ে অর্জনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভায় বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জনাব আমিনা বেগম, অতিরিক্ত উপপরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং) সভায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২২ এ উল্লেখিত লক্ষ্যমাত্রাসমূহ এবং এসবের প্রমাণকসমূহ কিভাবে প্রেরণ করতে হবে তার বিস্তারিত তুলে ধরেন।