Wellcome to National Portal
বীজ প্রত্যয়ন এজেন্সী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০২২

“Seed Testing and Quality Assurance: Role of ISTA” শীর্ষক সেমিনার ২৮ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2022-11-28

বাংলাদেশ সীড এসোসিয়েশন এবং বীজ প্রত্যয়ন এজেন্সীর যৌথ উদ্যোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর অডিটোরিয়ামে “Seed Testing and Quality Assurance: Role of ISTA” শীর্ষক সেমিনার ২৮ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ জনাব মো: সায়েদুল ইসলাম, সচিব, কৃষি মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। Dr. Keshavulu Kunusoth, প্রেসিডেন্ট এবং Dr. Andreas Wais, সেক্রেটারি জেনারেল ইন্টারন্যাশনাল সীড টেস্টিং এসোসিয়েশন (ISTA) সেমিনারে ’বীজ পরীক্ষা এবং বীজের মান নিয়ন্ত্রণে এর ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বহিী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; কৃষিবিদ জনাব আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বীজ উইং, কৃষি মন্ত্রণালয় এবং কৃষিবিদ জনাব মো: আমিনুল ইসলাম, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/ সংস্থা ও বেসরকারি বীজ উৎপাদনকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দের মূল প্রবন্ধের উপর আলোচনা ও উন্মুক্ত আলোচনা নিয়ে সেমিনারের কারিগরি সেশন পরিচালিত হয়।