রবি/ ২০২৩-২৪ মৌসুমে “গম বীজ ফসলের প্রি-পোস্ট কন্ট্রোল গ্রো-আউট টেস্ট” বিষয়ক মাঠ দিবস ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়। জনাব এ.টি.এম. সাইফুল ইসলাম, যুগ্ম সচিব, সম্প্রসারণ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয় মহোদয় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষিবিদ জনাব মোহাম্মদ শামছুর রহমান খান, উপপরিচালক (জাত পরীক্ষা), বীজ প্রত্যয়ন এজেন্সী মুল প্রবন্ধ উপস্থাপন করেন। কৃষিবিদ আহমেদ শাফী, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী এর সভাপতিত্বে মাঠ দিবসে বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তরসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ, সরকারি ও বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মাঠ দিবস অনুষ্ঠানটি উদ্বোধনী ও মাঠ পরিদর্শন পরবর্তী আলোচনা বিষয়ক কারিগরি সেশন এই দুই ভাগে পরিচালিত হয়। পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী মহোদয় কারিগরি সেশনটি পরিচালনা করেন।