“মানসম্পন্ন বীজ উৎপাদনে বীজ উৎপাদনকারী ও প্রত্যয়নকারী প্রতিষ্ঠানের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সেমিনার ১৪/০৩/২০১৭ খ্রি. তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। সেমিনারটি ০২ টি সেশনে পরিচালিত হয়। প্রথম ভাগে উদ্বোধনী সেশন এবং দ্বিতীয় ভাগে কারিগরী সেশন পরিচালিত হয়। কৃষিবিদ জনাব মো: ইকবাল, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ ড. মুহাম্মদ মাতহুরুল হক, মহাপরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, গাজীপুর এবং বিশেষ অতিথি হিসেবে কৃষিবিদ ড. মো: আব্দুল মুঈদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল, ঢাকা উপস্থিত ছিলেন। ২য় পর্বের কারিগরী সেশনের সভাপতিত্ব করেন কৃষিবিদ মো: মেহের আলী, অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং), এসসিএ। কৃষিবিদ ড. মো: জাকির হোসেন, উপপরিচালক (সীড রেগুলেশন),এসসিএ সেমিনারে কী-নোট পেপার উপস্থাপন করেন। তিনি মানসম্পন্ন বীজ উৎপাদনের আইনগত ভিত্তি, বীজ উৎপাদনের পদ্ধতি এবং মানসম্পন্ন বীজ উৎপাদনে উৎপাদনকারী এবং প্রত্যয়নকারীর ভূমিকা তুলে ধরেন। অত:পর ২০১৬-১৭ বছরের গমের প্রি-পোষ্ট কন্ট্রোল গ্রোআউট টেষ্টের মাঠ পরিদর্শন ও পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয় । সেমিনারে গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী, সরকারী ও বেসরকারী বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট এবং বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাঁদের মুল্যবান মতামত তুলে ধরেন। মানসম্পন্ন বীজ উৎপাদন ও সরবরাহের লক্ষ্যে সেমিনারে প্রাপ্ত মতামত সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় ।