যথাযোগ্য মর্যাদায় বীজ প্রত্যয়ন এজেন্সিতে জাতীয় শোক দিবস ২০২০ পালিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়। আলোচনা সভায় সম্মানিত পরিচালক কৃষিবিদ জনাব আবদুর রাজ্জাক প্রধান অতিথি এবং কৃষিবিদ ড. মো: জাহাঙ্গীর হোসেন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।