৮ নভেম্বর ২০১৯ তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সির সদর দপ্তর গাজীপুরে আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস, এসসিএ, ঢাকা অঞ্চল কর্তৃক আয়োজিত " মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ এবং সমন্বিত বাজার মনিটরিং " বিষয় এর উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কিংকর চন্দ্র দাস, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুর। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ বিভূতি ভূষণ সরকার, অতিরিক্ত পরিচালক, ডিএই, ঢাকা অঞ্চল, ঢাকা। সভাপতিত্ব করেন কৃষিবিদ এস.এম. মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, এসসিএ, ঢাকা অঞ্চল, ঢাকা। অনুষ্ঠানে কী নোট পেপার উপস্থাপন করেন কৃষিবিদ ড. আব্দুল আওয়াল মিয়া, উপপরিচালক (প্রশাসন), এসসিএ, গাজীপুর। বীজ প্রত্যয়ন এজেন্সির সদর দপ্তর, ঢাকা অঞ্চলের অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তা, ব্রি, বারি, বিজেআরবই, বিনা এবং বিএডিসি এর মনোনীত কর্মকর্তাবৃন্দ ও নির্বাচিত র্বীজ উৎপাদনকারীগণ সেমিনারে অংশগ্রহণ করেন। বীজ আইন ২০১৮, বাজার মনিটরিং, বীজের মান নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় এর উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বীজ আইন ২০১৮ এর কিছু দরকারী সংযোজন ও বিধিমালা প্রনয়নের উপর আলোচনা করা হয়। প্রধান অতিথি বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।