"Action Plan Based Strategies of Seed Certification Agency in Achieving Smart Agriculture" শীর্ষক কর্মশালা আজ ২৯ মে ২০২৩ খ্রি. তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীর হলরুমে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) কর্তৃক USAID এর অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় জনাব রেহানা ইয়াছমিন, যুগ্ম সচিব, গবেষণা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয় মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রজেক্ট লিড, IRRI মহোদয় বিশেষ অতিথি এবং ড. আক্কাস মাহমুদ, পরিচালক (রুটিন দায়িত্ব), মহোদয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, IRRI -র কর্মকর্তাবৃন্দ, কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগের প্রধান বীজতত্ত্ববিদ, সরকারি ও বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ড. হাসান মুহাম্মদ আব্দুল্লাহ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রিমোট সেন্সিং এন্ড জিআইএস বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, মহোদয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরবর্তীতে কারিগরি সেশন (গ্রুপ ওয়ার্ক ও তার উপস্থাপনা এবং আলোচনা) পরিচালনার মাধ্যমে দিনব্যাপী কর্মশালাটি বাস্তবায়ন হয়।