Wellcome to National Portal
বীজ প্রত্যয়ন এজেন্সী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০১৭

বীজ প্রত্যয়ন এজেন্সীতে “বীজ প্রত্যয়ন এজেন্সীর বর্তমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-09-21

 

 

“বীজ প্রত্যয়ন এজেন্সীর বর্তমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক দিনব্যাপী সেমিনার ১৯/০৯/২০১৭ খ্রি. তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। সেমিনারটি ০২ টি সেশনে পরিচালিত হয়। প্রথম ভাগে উদ্বোধনী সেশন এবং দ্বিতীয় ভাগে কারিগরী সেশন পরিচালিত হয়। কৃষিবিদ মো: ইকবাল, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ মো: আব্দুল আজিজ, পরিচালক, প্রশাসন ও অর্থ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা। কৃষিবিদ মিজানুর রহমান, মহাপরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, গাজীপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মীর নুরুল আলম, পরিচালক (প্রশিক্ষণ), জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, গাজীপুর, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ, সরকারি ও বেসরকারি  বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর, অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

 

২য় পর্বের কারিগরী সেশনের সভাপতিত্ব করেন কৃষিবিদ মো: মেহের আলী, অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং), এসসিএ। কৃষিবিদ মো: খায়রুল বাশার, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), এসসিএ সেমিনারে  কী-নোট পেপার উপস্থাপন করেন। তিনি সূচনালগ্ন থেকে বীজ প্রত্যয়ন এজেন্সীর কার্যাবলী ও অর্জনসমূহ তুলে ধরেন। অত:পর তিনি প্রতিষ্ঠানটির কিছু সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বলেন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ, সরকারী ও বেসরকারী বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট এবং বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বীজ প্রত্যয়ন এজেন্সীর ভবিষ্যৎ করণীয়, সমস্যাসমূহের সমাধানে এবং সর্বপরি সংস্থার উন্নয়নে তাঁদের মুল্যবান মতামত তুলে ধরেন। সংস্থার ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এবং চলমান কার্যক্রমকে আরও বেগবান করতে সেমিনারে প্রাপ্ত মতামত সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় ।